নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের কাজ করতে হবে: দুর্জয়
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
২২ নভেম্বর ২০২১, ১৩:২৫:৩৪ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, এ সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।
তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকা উন্নয়নের প্রতীক। প্রতিটি ইউনিয়ন পর্যায়েও উন্নয়ন এখন দৃশ্যমান।
মানিকগঞ্জের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দুর্জয় আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন তার সঙ্গে থেকেই তাকে বিজয়ী করতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, কাজী এনায়েত হোসেন টিপু, আমিরুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক এহতেসাম খান ভুনু, মানিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান খানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের কাজ করতে হবে: দুর্জয়
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, এ সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।
তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকা উন্নয়নের প্রতীক। প্রতিটি ইউনিয়ন পর্যায়েও উন্নয়ন এখন দৃশ্যমান।
মানিকগঞ্জের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দুর্জয় আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন তার সঙ্গে থেকেই তাকে বিজয়ী করতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, কাজী এনায়েত হোসেন টিপু, আমিরুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক এহতেসাম খান ভুনু, মানিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান খানসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী।