গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ০০:৩২:৩২ | অনলাইন সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিশাল বিক্ষোভ কর্মসূচি করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি।
সোমবার রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার।
প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন।
বিএনপি নেতা আব্দুস সালাম, সাখাওয়াৎ হোসেন সবুজ, জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনশনে আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, মীর হালিমুজ্জামান ননী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, ভিপি হেলাল উদ্দিন, শাহজাহান ফকির, ভিপি সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, কাজী খান, আবু তাহের মুছুল্লী, শেখ মো. আলেক, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ দলসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিশাল বিক্ষোভ কর্মসূচি করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি।
সোমবার রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার।
প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন।
বিএনপি নেতা আব্দুস সালাম, সাখাওয়াৎ হোসেন সবুজ, জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনশনে আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, মীর হালিমুজ্জামান ননী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, ভিপি হেলাল উদ্দিন, শাহজাহান ফকির, ভিপি সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, কাজী খান, আবু তাহের মুছুল্লী, শেখ মো. আলেক, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ দলসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী।