৪২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটককরা হয়েছে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে টেকনাফ থানার মেরিন ড্রাইভের মিঠা পানির ছড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, অভিযান চলাকালীন রাত আনুমানিক সোয়অ ৪টায় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগন তাকে থামার জন্য সংকেত দেয়। পরে ওই ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ তাকে ধাওয়া করে আটক করে।
এ সময় আব্দুল্লাহ (২৬) নামের ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি সাদা রংয়ের বস্তা তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড সদস্যগণ ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৪২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে টেকনাফ থানার মেরিন ড্রাইভের মিঠা পানির ছড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, অভিযান চলাকালীন রাত আনুমানিক সোয়অ ৪টায় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগন তাকে থামার জন্য সংকেত দেয়। পরে ওই ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ তাকে ধাওয়া করে আটক করে।
এ সময় আব্দুল্লাহ (২৬) নামের ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি সাদা রংয়ের বস্তা তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড সদস্যগণ ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।