উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৯:৩৪:২২ | অনলাইন সংস্করণ
ভোট কেন্দ্রে হামলার ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকারকে (২৬) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে।
ইতোপূর্বে তার বিরুদ্ধে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়দরগা ইউনিয়নের চাপাবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে মোস্তাফিজার রহমান মিলু সরকার ঢাকা কলেজে ইংরেজি বিষয়ে অনার্স শেষ করেছেন। তিনি পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
মিলু সরকার বিভিন্ন সময় তার ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে উপজেলার আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মিলু সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে রংপুর শহরে কর্মসূচি পালন করার কথা ছিল। ওই কর্মসূচির জন্য কিছু বাঁশ কেটে লাঠি বানিয়ে ছিলাম। কিন্তু বুধবার রাতে আমার আব্বা আমাকে মারধরের পর সেই লাঠিগুলো টুকরো করে কেটে বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, গত বুধবার মিলু তার ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোটার ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। পাশাপাশি গত ১১ নভেম্বর পীরগঞ্জে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার বড়দরগা ইউনিয়নের আমবাড়ী ভোট কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে সে সরাসরি জড়িত থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ইতোপূর্বেও তার ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মিলুকে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় আসামি করে কোর্টহাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার
ভোট কেন্দ্রে হামলার ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকারকে (২৬) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে।
ইতোপূর্বে তার বিরুদ্ধে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়দরগা ইউনিয়নের চাপাবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে মোস্তাফিজার রহমান মিলু সরকার ঢাকা কলেজে ইংরেজি বিষয়ে অনার্স শেষ করেছেন। তিনি পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
মিলু সরকার বিভিন্ন সময় তার ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে উপজেলার আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মিলু সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে রংপুর শহরে কর্মসূচি পালন করার কথা ছিল। ওই কর্মসূচির জন্য কিছু বাঁশ কেটে লাঠি বানিয়ে ছিলাম। কিন্তু বুধবার রাতে আমার আব্বা আমাকে মারধরের পর সেই লাঠিগুলো টুকরো করে কেটে বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, গত বুধবার মিলু তার ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোটার ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। পাশাপাশি গত ১১ নভেম্বর পীরগঞ্জে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার বড়দরগা ইউনিয়নের আমবাড়ী ভোট কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে সে সরাসরি জড়িত থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ইতোপূর্বেও তার ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মিলুকে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় আসামি করে কোর্টহাজতে প্রেরণ করা হবে।