জেলেদের হামলায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন
যুগান্তর প্রতিবেদন ও বাউফল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২১:১২:০৭ | অনলাইন সংস্করণ
মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলায় নিহত পুলিশ সদস্য কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সদস্য কবির হোসেন ওই গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ অক্টোবর মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা এলাকায় মা ইলিশ শিকারের খবর পেয়ে অভিযানে যায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় জেলেরা বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৭ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে পুলিশ কনস্টেবল কবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
৩৫ দিন পর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদস্য কবির হোসেনের স্ত্রী, এক মেয়ে ও ১ ছেলে আছেন। তার বড় মেয়ে কনক দশম শ্রেণির ও ছেলে আজমীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জেলেদের হামলায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন
মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলায় নিহত পুলিশ সদস্য কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সদস্য কবির হোসেন ওই গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ অক্টোবর মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা এলাকায় মা ইলিশ শিকারের খবর পেয়ে অভিযানে যায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় জেলেরা বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৭ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে পুলিশ কনস্টেবল কবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
৩৫ দিন পর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদস্য কবির হোসেনের স্ত্রী, এক মেয়ে ও ১ ছেলে আছেন। তার বড় মেয়ে কনক দশম শ্রেণির ও ছেলে আজমীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।