নোয়াখালী ট্রলিচাপায় সেনাসদস্য নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
নিহত রেদোয়ান হোসেন মিশু তফাদারের (২৪) সৈনিক নং- ১৬২১৭৪৭। তার কর্মস্থল ( ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, নিহত সৈনিকের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সেনা সদস্যদের ভগ্নিপতি মো. শরীফকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সেনাসদস্য পাঁচ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে ভগ্নিপতিকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারের এসএলবিতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুল্লাহ মিয়ার হাটস্কুলসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বৈদ্যুতিক পিলারবোঝাই ট্রলি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৈনিক মিশু মারা যান।
পরে অপর জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালী ট্রলিচাপায় সেনাসদস্য নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
নিহত রেদোয়ান হোসেন মিশু তফাদারের (২৪) সৈনিক নং- ১৬২১৭৪৭। তার কর্মস্থল ( ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, নিহত সৈনিকের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সেনা সদস্যদের ভগ্নিপতি মো. শরীফকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সেনাসদস্য পাঁচ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে ভগ্নিপতিকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারের এসএলবিতে যান। ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুল্লাহ মিয়ার হাটস্কুলসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বৈদ্যুতিক পিলারবোঝাই ট্রলি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৈনিক মিশু মারা যান।
পরে অপর জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।