নাফ নদে ৫ কোটি টাকার আইসসহ যুবক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৪:৫১:২৩ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। এ সময় আটক করা হয়েছে মো. রফিক মিয়া (৩৭) নামে এক যুবককে।
আটক মো. রফিক মিয়া হ্নীলা ইউপির নোয়াপাড়া জেলে ঘাট এলাকার জহির আহাম্মদের ছেলে।
রোববার সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতিখার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানান, শনিবার রাতে গোপন খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি বড় চালান দমদমিয়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে পাচার হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ওই এলাকায় গিয়ে কৌশলে অবস্থান করে।
নাফ নদ থেকে কয়েকজন ব্যক্তি একটি হস্তচালিত কাঠের নৌকায় মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। আগত ব্যক্তিরা বিজিবির অবস্থান আঁচ করতে পেরে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে দেখে টহল দল স্পিডবোট দিয়ে চারদিক ঘেরাও করে নৌকাসহ এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক নৌকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ ও আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাফ নদে ৫ কোটি টাকার আইসসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। এ সময় আটক করা হয়েছে মো. রফিক মিয়া (৩৭) নামে এক যুবককে।
আটক মো. রফিক মিয়া হ্নীলা ইউপির নোয়াপাড়া জেলে ঘাট এলাকার জহির আহাম্মদের ছেলে।
রোববার সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতিখার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানান, শনিবার রাতে গোপন খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি বড় চালান দমদমিয়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে পাচার হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ওই এলাকায় গিয়ে কৌশলে অবস্থান করে।
নাফ নদ থেকে কয়েকজন ব্যক্তি একটি হস্তচালিত কাঠের নৌকায় মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। আগত ব্যক্তিরা বিজিবির অবস্থান আঁচ করতে পেরে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে দেখে টহল দল স্পিডবোট দিয়ে চারদিক ঘেরাও করে নৌকাসহ এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক নৌকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ ও আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।