চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ০২:৩৪:৫৫ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আজিম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিহত আজিম মাউড়িপাড়া মহল্লার হযরত আলীর ছেলে। তিনি নামোশংকরবাটি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন - নতুনহাট মণ্ডলপাড়া এলাকার আব্দুল আলিম ও বড়িপাড়া এলাকার ইমন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলের একটি পার্কের পাশে বেশকিছু যুবক এবং তরুন অবস্থান করছিল। রাত নয়টা ১০ মিনিটের দিকে হঠাৎ তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এ সময় তাদের দেশিয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়।
এসময় ছুরিকাঘাতে আজিম গুরুতর আহত হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান সাংবাদিকদের জানান, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আজিম ছুরকাঘাতে নিহত হয় এবং আরও দু’জন এ
ঘটনায় আহত হয়।
তিনি আরও জানান, ভোর থেকে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনের আগের রাতে এ ঘটনা ঘটলেও এর সাথে রাজনৈতিক বা নির্বাচনের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আজিম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিহত আজিম মাউড়িপাড়া মহল্লার হযরত আলীর ছেলে। তিনি নামোশংকরবাটি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন - নতুনহাট মণ্ডলপাড়া এলাকার আব্দুল আলিম ও বড়িপাড়া এলাকার ইমন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলের একটি পার্কের পাশে বেশকিছু যুবক এবং তরুন অবস্থান করছিল। রাত নয়টা ১০ মিনিটের দিকে হঠাৎ তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এ সময় তাদের দেশিয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়।
এসময় ছুরিকাঘাতে আজিম গুরুতর আহত হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান সাংবাদিকদের জানান, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আজিম ছুরকাঘাতে নিহত হয় এবং আরও দু’জন এ
ঘটনায় আহত হয়।
তিনি আরও জানান, ভোর থেকে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনের আগের রাতে এ ঘটনা ঘটলেও এর সাথে রাজনৈতিক বা নির্বাচনের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।