টেকনাফে নুর চেয়ারম্যানের টানা চার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২২:৪৮:৫০ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে নুর আহাম্মদ আনোয়ারী চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে টানা চতুর্থ বারের মতো হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুর আহাম্মদ আনোয়ারী।
গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে অনিয়ম ও দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার কারণে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহাম্মদ (বিপিএম) যুগান্তরকে জানান, অবাধ, সুষ্ঠু ও উৎসমুখর পরিবেশে দুই কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
টানা চারবার নির্বাচিত নুর আহাম্মদ আনোয়ারী যুগান্তরকে জানান, গতবার স্থগিত হওয়ার আগে ২ হাজার ৩৮৩ ভোটে এগিয়ে ছিলাম। আজও নির্বাচনে ২ হাজার ৫৩৯ ভোটে বিজয় হয়েছি। আমি নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টেকনাফে নুর চেয়ারম্যানের টানা চার
কক্সবাজারের টেকনাফে নুর আহাম্মদ আনোয়ারী চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে টানা চতুর্থ বারের মতো হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুর আহাম্মদ আনোয়ারী।
গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে অনিয়ম ও দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার কারণে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহাম্মদ (বিপিএম) যুগান্তরকে জানান, অবাধ, সুষ্ঠু ও উৎসমুখর পরিবেশে দুই কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
টানা চারবার নির্বাচিত নুর আহাম্মদ আনোয়ারী যুগান্তরকে জানান, গতবার স্থগিত হওয়ার আগে ২ হাজার ৩৮৩ ভোটে এগিয়ে ছিলাম। আজও নির্বাচনে ২ হাজার ৫৩৯ ভোটে বিজয় হয়েছি। আমি নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।