ট্রাক্টরের চাকায় পিষ্ট হলো স্কুলছাত্র
দিনাজপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২২:২৭:৩১ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিপ্লব সরকার (১৪) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর।
বুধবার বিকাল ৫টায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার কালুপাড়া গ্রামসংলগ্ন স্থানে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব পার্বতীপুর উপজেলার হাবড়া রসুলপুর গ্রামের বিনোদ সরকারের ছেলে এবং উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী অমল চন্দ্র ও কণা রানী জানান, বিপ্লবসহ তারা ব্যাটারিচালিত অটোবাইকে করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিল। যাওয়ার পথে কালুপাড়া নামক স্থানে ফুলবাড়ী থেকে বড়পুকুরিয়াগামী একটি ট্রাক্টরের সঙ্গে অটোবাইকটির ধাক্কা লাগে। এ সময় অটোবাইকে থাকা বিপ্লব সরকার ছিটকে সড়কে পড়ে যায় এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাক্টরটি আটক করলেও চালক পলিয়ে যায়।
এ ব্যাপারে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুলতান মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাক্টরের চাকায় পিষ্ট হলো স্কুলছাত্র
দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিপ্লব সরকার (১৪) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর।
বুধবার বিকাল ৫টায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার কালুপাড়া গ্রামসংলগ্ন স্থানে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব পার্বতীপুর উপজেলার হাবড়া রসুলপুর গ্রামের বিনোদ সরকারের ছেলে এবং উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী অমল চন্দ্র ও কণা রানী জানান, বিপ্লবসহ তারা ব্যাটারিচালিত অটোবাইকে করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিল। যাওয়ার পথে কালুপাড়া নামক স্থানে ফুলবাড়ী থেকে বড়পুকুরিয়াগামী একটি ট্রাক্টরের সঙ্গে অটোবাইকটির ধাক্কা লাগে। এ সময় অটোবাইকে থাকা বিপ্লব সরকার ছিটকে সড়কে পড়ে যায় এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাক্টরটি আটক করলেও চালক পলিয়ে যায়।
এ ব্যাপারে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুলতান মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।