দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
০৪ ডিসেম্বর ২০২১, ০১:৩৭:৫৯ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে আহেলাতুল সুন্নাতুল জামাত ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), মুক্তিযোদ্ধা আলী আকবর, সিয়াম (১৬), সাদেকুর রহমান ও নিলুফা বেগম(৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল জুম্মার নামাজের আজানের পূর্বে মুয়াজ্জিনকে দরুদ শরীফ পাঠ করতে নিষেধ করেছিলেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলীর ইমন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে আহেলাতুল সুন্নাতুল জামাত ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), মুক্তিযোদ্ধা আলী আকবর, সিয়াম (১৬), সাদেকুর রহমান ও নিলুফা বেগম(৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল জুম্মার নামাজের আজানের পূর্বে মুয়াজ্জিনকে দরুদ শরীফ পাঠ করতে নিষেধ করেছিলেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলীর ইমন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।