এতিম খানা মাদ্রাসা গরীবদের দেওয়া হলো ৫০ মন জাটকা
বরিশাল ব্যুরো
০৬ ডিসেম্বর ২০২১, ২১:১৯:২৩ | অনলাইন সংস্করণ
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। মাছগুলো এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নৌ পুলিশ নগরের দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস এবং ট্রাকে অভিযান চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করা হয়।
এ সময় বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন ও সদর নৌথানা ওসি হাসনাত জামান উপস্থিত ছিলেন।
বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন জানান, পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর থেকে নিয়মিত ঝাটকা মাছ ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালানো হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এতিম খানা মাদ্রাসা গরীবদের দেওয়া হলো ৫০ মন জাটকা
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। মাছগুলো এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নৌ পুলিশ নগরের দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস এবং ট্রাকে অভিযান চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করা হয়।
এ সময় বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন ও সদর নৌথানা ওসি হাসনাত জামান উপস্থিত ছিলেন।
বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন জানান, পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর থেকে নিয়মিত ঝাটকা মাছ ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালানো হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।