প্রতিবেশীকে ফাঁসাতে গুম নাটক, একাই বাড়ি ফিরলেন আফাজউদ্দিন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ২৩:৫৮:৫৫ | অনলাইন সংস্করণ
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীকে ফাঁসাতে আত্মগোপন করে গুম নাটক সাজান অভিনেতা আফাজউদ্দিন আপন (৪৫) নামে এক ব্যক্তি। এ ব্যাপারে মামলা দায়েরের ৬ মাস পর সোমবার বিকালে একাই বাড়ি ফিরেছেন।
তার বাড়িতে ফিরে আসার খবরে তাকে একনজর দেখার জন্য শত শত উৎসুক গ্রামবাসীর ভিড় জমে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মাজার এলাকায় এ গুম নাটকের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত গ্রামের হযরত শাহ জামাল উদ্দিন বোগদাদী (রহঃ) দরবারের পশ্চিম পাশে মৃত পিয়ার আলীর ছেলে মো. ছেলে অভিনেতা মো. আফাজ উদ্দিন আপনের সঙ্গে প্রতিবেশী মৃত মাইনুদ্দিন বেপারীর ছেলে মো. আব্দুল মালেকের সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জের দরে প্রতিবেশীকে ফাঁসাতে অভিনেতা মো. আফাজ উদ্দিন আপন হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গিয়ে আত্মগোপনের পর গুম নাটক সাজায়। এরপর পরিবারের পক্ষ থেকে প্রতিবেশীসহ ৭ জনকে আসামি করে থানায় গুম মামলা দায়ের করা হয়।
পুলিশ আসামিদের গ্রেফতার করতে অভিযান চালায়। এ মামলায় গ্রেফতার এড়াতে প্রতিবেশীসহ অন্যান্য আসামিগণ গা-ঢাকা দেন। এতে আসামিদের পরিবার কোণঠাসা হয়ে পড়েন।
সোমবার বিকাল ৪টার দিকে গুম হওয়া ওই ভিকটিম নিজের ইচ্ছায় হেঁটে হেঁটে বাড়ি আসেন। আর তাকে দেখার জন্য তখন প্রচণ্ড ভিড় জমে যায় তার বাড়িতে।
উপস্থিত গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ বাড়ির জায়গা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ গুম নাটক সাজান। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটী খলিলাবাদ এলাকায় আত্মগোপন করে ছিলেন বলেও জানান। গ্রামবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করে মিথ্যা মামলা দায়েরের প্রতিশোধ নেবেন বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন,আমি খুবই অসুস্থ। ৫ ডিসেম্বর আমার দেহে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রতিবেশীকে ফাঁসাতে গুম নাটক, একাই বাড়ি ফিরলেন আফাজউদ্দিন
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীকে ফাঁসাতে আত্মগোপন করে গুম নাটক সাজান অভিনেতা আফাজউদ্দিন আপন (৪৫) নামে এক ব্যক্তি। এ ব্যাপারে মামলা দায়েরের ৬ মাস পর সোমবার বিকালে একাই বাড়ি ফিরেছেন।
তার বাড়িতে ফিরে আসার খবরে তাকে একনজর দেখার জন্য শত শত উৎসুক গ্রামবাসীর ভিড় জমে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মাজার এলাকায় এ গুম নাটকের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত গ্রামের হযরত শাহ জামাল উদ্দিন বোগদাদী (রহঃ) দরবারের পশ্চিম পাশে মৃত পিয়ার আলীর ছেলে মো. ছেলে অভিনেতা মো. আফাজ উদ্দিন আপনের সঙ্গে প্রতিবেশী মৃত মাইনুদ্দিন বেপারীর ছেলে মো. আব্দুল মালেকের সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জের দরে প্রতিবেশীকে ফাঁসাতে অভিনেতা মো. আফাজ উদ্দিন আপন হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গিয়ে আত্মগোপনের পর গুম নাটক সাজায়। এরপর পরিবারের পক্ষ থেকে প্রতিবেশীসহ ৭ জনকে আসামি করে থানায় গুম মামলা দায়ের করা হয়।
পুলিশ আসামিদের গ্রেফতার করতে অভিযান চালায়। এ মামলায় গ্রেফতার এড়াতে প্রতিবেশীসহ অন্যান্য আসামিগণ গা-ঢাকা দেন। এতে আসামিদের পরিবার কোণঠাসা হয়ে পড়েন।
সোমবার বিকাল ৪টার দিকে গুম হওয়া ওই ভিকটিম নিজের ইচ্ছায় হেঁটে হেঁটে বাড়ি আসেন। আর তাকে দেখার জন্য তখন প্রচণ্ড ভিড় জমে যায় তার বাড়িতে।
উপস্থিত গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ বাড়ির জায়গা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ গুম নাটক সাজান। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটী খলিলাবাদ এলাকায় আত্মগোপন করে ছিলেন বলেও জানান। গ্রামবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করে মিথ্যা মামলা দায়েরের প্রতিশোধ নেবেন বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন,আমি খুবই অসুস্থ। ৫ ডিসেম্বর আমার দেহে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।