বাসের ধাক্কায় মিশুকচালক নিহত, বেঁচে গেলেন মা-ছেলে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬:৫৫ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় সাইফুর রহমান নামে এক মিশুকচালক নিহত হয়েছেন। এ সময় মিশুক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছেন যাত্রী এক মা ও তার ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা হলেন মনিকা আক্তার ও তার সাত বছর বয়সী ছেলে মিরাজ।
পুলিশ ও এলাকাবাসী জানান, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা নদী পরিবহন নামের একটি বাস মিশুকটি ধাক্কা দেয়। এতে মিশুকচালক সাইফুর রহমান ঘটনাস্থলেই মারা যান। মিশুক যাত্রী মনিকা আক্তার ও তার ছেলে মিরাজ মিশুক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাসের ধাক্কায় মিশুকচালক নিহত, বেঁচে গেলেন মা-ছেলে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় সাইফুর রহমান নামে এক মিশুকচালক নিহত হয়েছেন। এ সময় মিশুক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছেন যাত্রী এক মা ও তার ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা হলেন মনিকা আক্তার ও তার সাত বছর বয়সী ছেলে মিরাজ।
পুলিশ ও এলাকাবাসী জানান, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা নদী পরিবহন নামের একটি বাস মিশুকটি ধাক্কা দেয়। এতে মিশুকচালক সাইফুর রহমান ঘটনাস্থলেই মারা যান। মিশুক যাত্রী মনিকা আক্তার ও তার ছেলে মিরাজ মিশুক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।