টাঙ্গাইলে গৃহবধূ ধর্ষণে ৩ জনের যাবজ্জীবন
১৯ বছর আগে টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে হাবিবুর রহমান খান, নয়ন খানের ছেলে ছানোয়ার খান ও বেলায়েত হোসেনের ছেলে রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নাসিমুল আক্তার জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইলে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দণ্ডিত হাবিবুর রহমান খান ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় তাকে ছানোয়ার খান ও রফিক মিয়া ধর্ষণ করতে সহায়তা করে।
ঘটনার পর পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
দীর্ঘ শুনানির পর সাক্ষপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টাঙ্গাইলে গৃহবধূ ধর্ষণে ৩ জনের যাবজ্জীবন
১৯ বছর আগে টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে হাবিবুর রহমান খান, নয়ন খানের ছেলে ছানোয়ার খান ও বেলায়েত হোসেনের ছেলে রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নাসিমুল আক্তার জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইলে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দণ্ডিত হাবিবুর রহমান খান ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় তাকে ছানোয়ার খান ও রফিক মিয়া ধর্ষণ করতে সহায়তা করে।
ঘটনার পর পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
দীর্ঘ শুনানির পর সাক্ষপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেয়া হয়।