বইছে মৃদু শৈত্যপ্রবাহ, দিনাজপুরে তাপমাত্রা ৯.৯
দিনাজপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১০:৫১:১৭ | অনলাইন সংস্করণ
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চল দিনাজপুরের জনপদ। স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন হয়েছে। একদিনের ব্যবধানে দিনাজপুরে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে শীতে কাঁপছে উত্তরের জনপদ।
সোমবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার রেকর্ড করা হয়।
এদিকে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহটি দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গলসহ আরও কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকালে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার রেকর্ড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এ ছাড়া সকালে সৈয়দপুরে ১১, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭, রংপুরে ১২, রাজারহাটে (কুড়িগ্রাম) ১০, রাজশাহীতে ১১ দশমিক ৭, পাবনায় ১০ দশমিক ৮, যশোরে ১১ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বইছে মৃদু শৈত্যপ্রবাহ, দিনাজপুরে তাপমাত্রা ৯.৯
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চল দিনাজপুরের জনপদ। স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন হয়েছে। একদিনের ব্যবধানে দিনাজপুরে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে শীতে কাঁপছে উত্তরের জনপদ।
সোমবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার রেকর্ড করা হয়।
এদিকে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহটি দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গলসহ আরও কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকালে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার রেকর্ড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এ ছাড়া সকালে সৈয়দপুরে ১১, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭, রংপুরে ১২, রাজারহাটে (কুড়িগ্রাম) ১০, রাজশাহীতে ১১ দশমিক ৭, পাবনায় ১০ দশমিক ৮, যশোরে ১১ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।