নারীর গোপন ছবি ফেসবুকে ছড়ানোয় যুবক গ্রেফতার
বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৫:০৬:৫৭ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ওই যুবকের নাম রবিউল আউয়াল (২৮)।
রোববার রাতে বাঁশখালীর উপজেলার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রবিউল আওয়াল উপজেলা সাধানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।
র্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে, তিনি ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত। পরিচয় থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা তার মোবাইল ফোনে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য তিনি ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, গৃহবধূর পূর্বপরিচিত ছিলেন আসামি। তার সুবাদে কৌশলে গৃহবধূর সঙ্গে কিছু ছবি তোলেন। সে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।
বাঁশখালী থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, রবিউল আলমকে রোববার রাতে র্যা বের পক্ষে থেকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারীর গোপন ছবি ফেসবুকে ছড়ানোয় যুবক গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ওই যুবকের নাম রবিউল আউয়াল (২৮)।
রোববার রাতে বাঁশখালীর উপজেলার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রবিউল আওয়াল উপজেলা সাধানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।
র্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে, তিনি ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত। পরিচয় থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা তার মোবাইল ফোনে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য তিনি ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, গৃহবধূর পূর্বপরিচিত ছিলেন আসামি। তার সুবাদে কৌশলে গৃহবধূর সঙ্গে কিছু ছবি তোলেন। সে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।
বাঁশখালী থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, রবিউল আলমকে রোববার রাতে র্যা বের পক্ষে থেকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।