নওগাঁয় ২ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর ধামইরহাট এমএম সরকারি কলেজ ও রানীনগর শেরেবাংলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।
একই সঙ্গে এই দুই কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে।
সাব্বির রহমান রেজভী যুগান্তরকে জানান, দুই কলেজের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। সংগঠনকে শক্তিশালী করার জন্যই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করা হবে।
২০১৯ সালের ১৯ অক্টোবর মাসুদ রানা ফারুককে সভাপতি ও আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ধামইরহাট সরকারি কলেজ ছাত্রলীগের এক বছর মেয়াদি দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
২০১৯ সালে ৫ মে গোলাম রাব্বিকে সভাপতি ও মাহবুব আলম তুষারকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি দুই সদস্যবিশিষ্ট রানীনগর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
