রিক্সাচালককে হত্যায় বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড
jugantor
রিক্সাচালককে হত্যায় বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড

  ব‌রিশাল ব্যুরো  

১৮ জানুয়ারি ২০২২, ০১:২৯:০৮  |  অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরেরিক্সাচালককে হত্যার দায়ে বিজিবি সদস্য শোয়েব হাওলাদার সবুজকে (২৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। হত্যায় সহযোগিতা করার অপরাধে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকার সোবাহান সরদারের ছেলে আলী আজিমকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকা‌লে জেলা জজ টি এম মুসা বিচারাধীন বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শোয়েব হাওয়ালাদার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে। তিনি বিজিবি সদস্য হিসেবে চুয়াডাঙ্গা সদর দফতরে কর্মরত ছিলেন। ঘটনার পরে শোয়েব সাময়িক বরখাস্ত হন।

আদালত সূত্র জানা যায়, শোয়েবের বিরুদ্ধে ২০১৫ সালের ১৭ জুন বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন মাদারকাঠি গ্রামের মৃত আব্দুল খানের ছেলে আবুল কালাম খান।

আদালতে শোয়েব ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। তাকে সহযোগিতা করার ক্ষেত্রে আলী আজিমসহ আরও ৩ থেকে ৪ জনের নাম বলেন। থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা পায়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী ২০১৬ সালের ১২ মার্চ শোয়েব, আজিমসহ ৮ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগপত্র দাখিল করেন এবং ঘটনার সঙ্গে জড়িত না থাকায় শোয়েবের বাবা, মা ও ছোট ভাই সোহাগকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। আদালত সুপারিশ গ্রহণ করে ৩ জনকে অব্যাহতি দিয়ে ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সোমবার রায় শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক।

রিক্সাচালককে হত্যায় বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড

 ব‌রিশাল ব্যুরো 
১৮ জানুয়ারি ২০২২, ০১:২৯ এএম  |  অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে রিক্সাচালককে হত্যার দায়ে বিজিবি সদস্য শোয়েব হাওলাদার সবুজকে (২৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। হত্যায় সহযোগিতা করার অপরাধে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকার সোবাহান সরদারের ছেলে আলী আজিমকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকা‌লে জেলা জজ টি এম মুসা বিচারাধীন বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শোয়েব হাওয়ালাদার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে। তিনি বিজিবি সদস্য হিসেবে চুয়াডাঙ্গা সদর দফতরে কর্মরত ছিলেন। ঘটনার পরে শোয়েব সাময়িক বরখাস্ত হন।

আদালত সূত্র জানা যায়, শোয়েবের বিরুদ্ধে ২০১৫ সালের ১৭ জুন বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন মাদারকাঠি গ্রামের মৃত আব্দুল খানের ছেলে আবুল কালাম খান। 

আদালতে শোয়েব ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। তাকে সহযোগিতা করার ক্ষেত্রে আলী আজিমসহ আরও ৩ থেকে ৪ জনের নাম বলেন। থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা পায়। 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী ২০১৬ সালের ১২ মার্চ শোয়েব, আজিমসহ ৮ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগপত্র দাখিল করেন এবং ঘটনার সঙ্গে জড়িত না থাকায় শোয়েবের বাবা, মা ও ছোট ভাই সোহাগকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। আদালত সুপারিশ গ্রহণ করে ৩ জনকে অব্যাহতি দিয়ে ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সোমবার রায় শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন