বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়।
গত ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নে ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয় স্টেপ প্রকল্পের আওতায় ১ হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ দেয়। এর মধ্যে ৭৭৭ জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন। প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকদের সরকারের মজুদ বরাদ্দ খাত থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন ভাতা দেওয়া হয়েছে। কিন্তু ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন-ভাতার ব্যবস্থা করা হয়নি। তাই এই ১৮ মাস ধরে শিক্ষকরা খুব কষ্টে আছেন।
শিক্ষকরা দ্রুত কারিগরি শিক্ষকদের বেতনভাতা পরিশোধ করতে সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির (কারিগরি শাখা) সভাপতি সুমন হায়দার, শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়।
গত ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নে ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয় স্টেপ প্রকল্পের আওতায় ১ হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ দেয়। এর মধ্যে ৭৭৭ জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন। প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকদের সরকারের মজুদ বরাদ্দ খাত থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন ভাতা দেওয়া হয়েছে। কিন্তু ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন-ভাতার ব্যবস্থা করা হয়নি। তাই এই ১৮ মাস ধরে শিক্ষকরা খুব কষ্টে আছেন।
শিক্ষকরা দ্রুত কারিগরি শিক্ষকদের বেতনভাতা পরিশোধ করতে সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির (কারিগরি শাখা) সভাপতি সুমন হায়দার, শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।