দৌলতদিয়ায় তীব্র যানজট, ভোগান্তি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ২০:১৭:১৩ | অনলাইন সংস্করণ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও ঘাট সংকটের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। মঙ্গলবার বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
এতে আটকা পড়েছে দূরপাল্লার বাসসহ ৫ শতাধিক বিভিন্ন যানবাহন। এছাড়া দৌলতদিয়া ঘাটের ওপর চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে আটকে রাখা হয়েছে আরও অন্তত ৩ শতাধিক বিভিন্ন অপচনশীল পণ্যবাহী যানবাহন।
আটকেপড়া যানবাহনের যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এরমধ্যে রাতে কখনো কখনো মহাসড়কে যানবাহনের ২-৩টি পর্যন্ত সারি সৃষ্টি হয়ে মহাসড়ক কার্যত অচল হয়ে যায়। সোমবার রাতে গোয়ালন্দ ফিডমিল এলাকায় এ যানজটের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে চলতে গিয়ে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাঁত হয়ে পড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়ায় ৭টি ফেরি ঘাটের মধ্যে মাত্র ৪টি ঘাট চালু রয়েছে। নাব্যসহ নানা কারণে বন্ধ রয়েছে ৩টি ফেরি ঘাট। এছাড়া রুটে ফেরি চলাচল করছে ১৫টি। ৪টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। এখানে স্বাভাবিক যানবাহন পারাপারের জন্য অন্তত ২০-২২টি ফেরি সচল থাকা দরকার। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুট স্বাভাবিক না হওয়ায় সেখানকার বেশিরভাগ যানবাহন এদিক দিয়ে চলাচল করছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ওপর চাপ সহসা কমছে না।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী, চালক ও সহকারীরা।
ট্রাকচালক আরিফুল ইসলাম বলেন, সোমবার রাত ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার সামনে এসে দীর্ঘ যানজটে আটকে পড়ি। সেখান থেকে ধীরে ধীরে দুপুর আড়াইটায় বাংলদেশ হ্যাচারিজ পর্যন্ত আসি। কখন ফেরির নাগাল পাব জানি না। এ ঘাটে আরো ফেরি বাড়াতে হবে, তা না হলে এ যানজট কমবে না।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ার ৭টি ফেরি ঘাটের মধ্যে ৩, ৪, ৫, ও ৭নং ঘাটে ৪টি ফেরি চালু রয়েছে। রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। বিকল হয়ে আছে ৪টি ফেরি। এর মধ্যে ৩টি রো রো (বড়) ফেরি ২ মাসের অধিক সময় ধরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৌলতদিয়ায় তীব্র যানজট, ভোগান্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও ঘাট সংকটের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। মঙ্গলবার বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
এতে আটকা পড়েছে দূরপাল্লার বাসসহ ৫ শতাধিক বিভিন্ন যানবাহন। এছাড়া দৌলতদিয়া ঘাটের ওপর চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে আটকে রাখা হয়েছে আরও অন্তত ৩ শতাধিক বিভিন্ন অপচনশীল পণ্যবাহী যানবাহন।
আটকেপড়া যানবাহনের যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এরমধ্যে রাতে কখনো কখনো মহাসড়কে যানবাহনের ২-৩টি পর্যন্ত সারি সৃষ্টি হয়ে মহাসড়ক কার্যত অচল হয়ে যায়। সোমবার রাতে গোয়ালন্দ ফিডমিল এলাকায় এ যানজটের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে চলতে গিয়ে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাঁত হয়ে পড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়ায় ৭টি ফেরি ঘাটের মধ্যে মাত্র ৪টি ঘাট চালু রয়েছে। নাব্যসহ নানা কারণে বন্ধ রয়েছে ৩টি ফেরি ঘাট। এছাড়া রুটে ফেরি চলাচল করছে ১৫টি। ৪টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। এখানে স্বাভাবিক যানবাহন পারাপারের জন্য অন্তত ২০-২২টি ফেরি সচল থাকা দরকার। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুট স্বাভাবিক না হওয়ায় সেখানকার বেশিরভাগ যানবাহন এদিক দিয়ে চলাচল করছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ওপর চাপ সহসা কমছে না।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী, চালক ও সহকারীরা।
ট্রাকচালক আরিফুল ইসলাম বলেন, সোমবার রাত ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার সামনে এসে দীর্ঘ যানজটে আটকে পড়ি। সেখান থেকে ধীরে ধীরে দুপুর আড়াইটায় বাংলদেশ হ্যাচারিজ পর্যন্ত আসি। কখন ফেরির নাগাল পাব জানি না। এ ঘাটে আরো ফেরি বাড়াতে হবে, তা না হলে এ যানজট কমবে না।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ার ৭টি ফেরি ঘাটের মধ্যে ৩, ৪, ৫, ও ৭নং ঘাটে ৪টি ফেরি চালু রয়েছে। রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। বিকল হয়ে আছে ৪টি ফেরি। এর মধ্যে ৩টি রো রো (বড়) ফেরি ২ মাসের অধিক সময় ধরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে।