টিকা নিয়ে ফেরার পথে ছাত্রীদের বাসে হামলা, জ্ঞান হারায় ২০ জন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ২২:০৯:৪৬ | অনলাইন সংস্করণ
যশোরেরকেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে (করোনা টিকা) বাসে বাড়ি ফেরার পথে একদল বখাটে যুবক স্কুলছাত্রী, শিক্ষক, শিক্ষিকার ওপর হামলা করে। বখাটেদের হামলায় অন্তত ২০ জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। ৪ জন ছাত্রী আহত হয়।
বখাটেদের হামলা থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন এলাকার চৌকিদার লিয়াকত হোসেন। তিনিও সন্ত্রাসীদের হামলায় জ্ঞান হারান।
ঘটনাস্থল কেশবপুর থেকে ১২ কিলোমিটার দূরে পাঁজিয়া বাজারে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বাসভাড়া করে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৭৮ জন ছাত্রী নিয়ে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে। তাদের সঙ্গে ছিলেন স্কুলের ৪ জন শিক্ষক-শিক্ষিকা। টিকা নিতে গেলে বখাটেরা উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে পথে বাসে হামলা করে বখাটেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই কুমার ব্রহ্ম জানান, সন্ত্রাসী হামলায় আহত হয়েছে স্কুলছাত্রী জুঁই বিশ্বাস, শিক্ষক উজ্জ্বল বৈরাগী, মহেন্দ্র নাথ, শিক্ষিকা রাখি ঢালি, শিক্ষার্থী ইয়াসমিন, প্রিয়া মণ্ডল, কেয়া মণ্ডল, তাহমিনা খাতুন, শ্রাবণী মণ্ডল। এ সময় আতঙ্কে প্রায় ২০ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। কয়েকজন ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। জুঁই মণ্ডলকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের পাঁজিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বলাই কুমার ব্রহ্ম থানায় লিখিত অভিযোগ করেছেন।
কেশবপুর থানার এসআই তাপস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টিকা নিয়ে ফেরার পথে ছাত্রীদের বাসে হামলা, জ্ঞান হারায় ২০ জন
যশোরের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে (করোনা টিকা) বাসে বাড়ি ফেরার পথে একদল বখাটে যুবক স্কুলছাত্রী, শিক্ষক, শিক্ষিকার ওপর হামলা করে। বখাটেদের হামলায় অন্তত ২০ জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। ৪ জন ছাত্রী আহত হয়।
বখাটেদের হামলা থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন এলাকার চৌকিদার লিয়াকত হোসেন। তিনিও সন্ত্রাসীদের হামলায় জ্ঞান হারান।
ঘটনাস্থল কেশবপুর থেকে ১২ কিলোমিটার দূরে পাঁজিয়া বাজারে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বাসভাড়া করে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৭৮ জন ছাত্রী নিয়ে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে। তাদের সঙ্গে ছিলেন স্কুলের ৪ জন শিক্ষক-শিক্ষিকা। টিকা নিতে গেলে বখাটেরা উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে পথে বাসে হামলা করে বখাটেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই কুমার ব্রহ্ম জানান, সন্ত্রাসী হামলায় আহত হয়েছে স্কুলছাত্রী জুঁই বিশ্বাস, শিক্ষক উজ্জ্বল বৈরাগী, মহেন্দ্র নাথ, শিক্ষিকা রাখি ঢালি, শিক্ষার্থী ইয়াসমিন, প্রিয়া মণ্ডল, কেয়া মণ্ডল, তাহমিনা খাতুন, শ্রাবণী মণ্ডল। এ সময় আতঙ্কে প্রায় ২০ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। কয়েকজন ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। জুঁই মণ্ডলকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের পাঁজিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বলাই কুমার ব্রহ্ম থানায় লিখিত অভিযোগ করেছেন।
কেশবপুর থানার এসআই তাপস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।