সিরাজগঞ্জে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাযাত্রী নিহত
চৌহালী ও সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০৮:৩৯:০০ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কাভার্ডভ্যানচাপায় জামাল (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার রাত ৯টার দিকে এনায়েতপুর-সায়েদাবাদ আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন পাবনার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে।
এ ব্যাপারে বেলকুচি থানা ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের আহতদের চৌহালী উপজেলার এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিরাজগঞ্জে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাযাত্রী নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কাভার্ডভ্যানচাপায় জামাল (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার রাত ৯টার দিকে এনায়েতপুর-সায়েদাবাদ আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন পাবনার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে।
এ ব্যাপারে বেলকুচি থানা ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের আহতদের চৌহালী উপজেলার এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।