১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৪:৩০:৪৮ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ ইমরান (৫৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরান নোয়াখালীর হাতিয়া উপজেলার চরবিরি এলাকার রবিউল হোসেনের ছেলে। দীর্ঘদিন শাহাদাত নগর এলাকায় বাসা ভাড়ায় থেকে বিল্ডিং নির্মাণের কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আরাপ খানের ৩য় তলা বিল্ডিংয়ে কাজ করতে এসে ছাদে উঠে ১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারের পাশে গেলে হঠাৎ সে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে কর্ণফুলী থানার বন্দর বিটের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। বাড়ির ওপর দিয়ে উচ্চশক্তিসম্পন্ন বিদ্যুৎ লাইন জড়িয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি ইউডি কেস বা অপমৃত্যূর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ ইমরান (৫৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরান নোয়াখালীর হাতিয়া উপজেলার চরবিরি এলাকার রবিউল হোসেনের ছেলে। দীর্ঘদিন শাহাদাত নগর এলাকায় বাসা ভাড়ায় থেকে বিল্ডিং নির্মাণের কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আরাপ খানের ৩য় তলা বিল্ডিংয়ে কাজ করতে এসে ছাদে উঠে ১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারের পাশে গেলে হঠাৎ সে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে কর্ণফুলী থানার বন্দর বিটের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। বাড়ির ওপর দিয়ে উচ্চশক্তিসম্পন্ন বিদ্যুৎ লাইন জড়িয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি ইউডি কেস বা অপমৃত্যূর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।