ধানক্ষেত থেকে ইজিবাইকচালকের লাশ উদ্ধার
jugantor
ধানক্ষেত থেকে ইজিবাইকচালকের লাশ উদ্ধার

  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি  

১৯ জানুয়ারি ২০২২, ১৬:০৬:০৭  |  অনলাইন সংস্করণ

ধানক্ষেত থেকে ইজিবাইকচালকের লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেত থেকে মনির মিয়া (৪৬) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মনির মিয়া ভাড়া নিয়ে ইজিবাইক চালাত। মঙ্গলবার রাতে তিনি ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরে বুধবার সকালে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে স্থানীয়রা অজ্ঞাতনামা হিসাবে তার লাশ দেখতে পায়। এর পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মনির মিয়ার লাশ উদ্ধার করে।

নিহত মনির মিয়ার স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী ভাড়ায় ওই গাড়িটি চালিয়ে সংসার চালাত। এখন তার পরিবারের তিন সন্তানকে কে দেখবে? তিনি তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর শুনে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ধানক্ষেত থেকে ইজিবাইকচালকের লাশ উদ্ধার

 নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
১৯ জানুয়ারি ২০২২, ০৪:০৬ পিএম  |  অনলাইন সংস্করণ
ধানক্ষেত থেকে ইজিবাইকচালকের লাশ উদ্ধার
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেত থেকে মনির মিয়া (৪৬) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

জানা গেছে, নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মনির মিয়া ভাড়া নিয়ে ইজিবাইক চালাত। মঙ্গলবার রাতে তিনি ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরে বুধবার সকালে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানক্ষেতে স্থানীয়রা অজ্ঞাতনামা হিসাবে তার লাশ দেখতে পায়। এর পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মনির মিয়ার লাশ উদ্ধার করে।

নিহত মনির মিয়ার স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী ভাড়ায় ওই গাড়িটি চালিয়ে সংসার চালাত। এখন তার পরিবারের তিন সন্তানকে কে দেখবে? তিনি তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর শুনে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও খবর
 
জেলার খবর
অনুসন্ধান করুন