গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ইয়াকুবের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেননি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্থ ছিলেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরো বলেন, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ইয়াকুবের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেননি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্থ ছিলেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরো বলেন, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।