শাবি শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির সংহতি
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সিলেটের বিএনপি নেতারা।
বৃহস্পতিবার বিকালে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে সংহতি প্রকাশ করতে যান নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজন। তারা সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার নগরীর সুবিদবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার, সদস্য সচিব মকসুদুল করিম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, নাজিব আহমদ ও বেলাল আহমদ, ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ইমামুল হক হোসেন, মো. সুহেল আহমদ ও সদস্য মো. রায়হান আহমেদ, জিবরান আহমদ ও ফাহিম উদ্দিন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাবি শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির সংহতি
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সিলেটের বিএনপি নেতারা।
বৃহস্পতিবার বিকালে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে সংহতি প্রকাশ করতে যান নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজন। তারা সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার নগরীর সুবিদবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার, সদস্য সচিব মকসুদুল করিম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, নাজিব আহমদ ও বেলাল আহমদ, ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ইমামুল হক হোসেন, মো. সুহেল আহমদ ও সদস্য মো. রায়হান আহমেদ, জিবরান আহমদ ও ফাহিম উদ্দিন।