হঠাৎ কারখানায় লে-অফ, সড়কে ১৭০০ শ্রমিকের বিক্ষোভ
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ২৩:০২:৩১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় হঠাৎ লে-অফ ঘোষণা করায় ১৭০০ শ্রমিক ফুসে উঠে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত রহিমা আজিজ নিটস্পিন কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভে ফতুল্লার কাশিপুর ও পঞ্চবটি এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে।
শ্রমিকরা জানান, ওই নিটস্পিন কারখানায় নারী-পুরুষসহ প্রায় ১৭০০ শ্রমিক কাজ করে আসছি। বৃহস্পতিবার বিকাল ৫টায় হঠাৎ কাজ করার সময় শুনতে পাই কারখানার গেইটে শ্রম আইনে লে-অফ নোটিশ ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ। বিষয়টির সত্যতা জানতে কর্তৃপক্ষের কাছে গেলে তারা জানান আকস্মিক বিপত্তির কারণে মালিক কারখানা লে-অফ ঘোষণা করেছে।
কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) গৌতম কুমার মল্লিকের স্বাক্ষরিত লে-অফ নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে কাজ না থাকায় এবং কাঁচামালের সরবরাহ স্বল্পতার কারণে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের সব বিভাগ আপাতত লে-অফ ঘোষণা করা হলো।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শ্রমিকদের আপাতত শান্ত করা হয়েছে। বিষয়টি শিল্প পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হঠাৎ কারখানায় লে-অফ, সড়কে ১৭০০ শ্রমিকের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় হঠাৎ লে-অফ ঘোষণা করায় ১৭০০ শ্রমিক ফুসে উঠে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত রহিমা আজিজ নিটস্পিন কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভে ফতুল্লার কাশিপুর ও পঞ্চবটি এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে।
শ্রমিকরা জানান, ওই নিটস্পিন কারখানায় নারী-পুরুষসহ প্রায় ১৭০০ শ্রমিক কাজ করে আসছি। বৃহস্পতিবার বিকাল ৫টায় হঠাৎ কাজ করার সময় শুনতে পাই কারখানার গেইটে শ্রম আইনে লে-অফ নোটিশ ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ। বিষয়টির সত্যতা জানতে কর্তৃপক্ষের কাছে গেলে তারা জানান আকস্মিক বিপত্তির কারণে মালিক কারখানা লে-অফ ঘোষণা করেছে।
কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) গৌতম কুমার মল্লিকের স্বাক্ষরিত লে-অফ নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে কাজ না থাকায় এবং কাঁচামালের সরবরাহ স্বল্পতার কারণে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের সব বিভাগ আপাতত লে-অফ ঘোষণা করা হলো।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শ্রমিকদের আপাতত শান্ত করা হয়েছে। বিষয়টি শিল্প পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করবে।