গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৯:৪৭:৪৪ | অনলাইন সংস্করণ
বগুড়ার শেরপুরের পারভবানীপুর গ্রামে অপমান সইতে করতে না পেরে গ্যাসট্যাবলেট (পোকা মারার ওষুধ) খেয়ে অসুস্থ হওয়া আব্দুল আজিজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে গ্যাসট্যাবলেট খাওয়ার পর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের কাছ থেকে একই এলাকার আব্দুল আজিজ ৪ হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় আব্দুল খালেক বৃহস্পতিবার বিকালে আজিজের বাড়িতে গিয়ে ধারের টাকা ফেরত চান। টাকা না দেওয়ায় খালেক ৫ হাজার টাকা দামের ছাগল নিয়ে যান। পরে আজিজ ওই ছাগল আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে।
এতে আজিজ অপমানিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে গ্যাসট্যাবলেট খায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১২টার দিকে মারা যান তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আজিজ নামের এক ব্যক্তি গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
বগুড়ার শেরপুরের পারভবানীপুর গ্রামে অপমান সইতে করতে না পেরে গ্যাস ট্যাবলেট (পোকা মারার ওষুধ) খেয়ে অসুস্থ হওয়া আব্দুল আজিজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের কাছ থেকে একই এলাকার আব্দুল আজিজ ৪ হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় আব্দুল খালেক বৃহস্পতিবার বিকালে আজিজের বাড়িতে গিয়ে ধারের টাকা ফেরত চান। টাকা না দেওয়ায় খালেক ৫ হাজার টাকা দামের ছাগল নিয়ে যান। পরে আজিজ ওই ছাগল আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে।
এতে আজিজ অপমানিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট খায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১২টার দিকে মারা যান তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আজিজ নামের এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।