১০০টি ব্রিজ করে পৃথিবী থেকে বিদায় নিতে চান ব্যারিস্টার সুমন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ২০:৩০:৫৮ | অনলাইন সংস্করণ
অন্তত ১০০টি ব্রিজ করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ইতোমধ্যে আমি আমার এলাকায় ৩৬টি বাঁশ-কাঠের ব্রিজ করেছি।
ব্যারিস্টার সাইদুল হক সুমন শুক্রবার দুপুরে রামগঙ্গা চা বাগানে একটি ছড়ার ওপর তার ৩৬তম ব্রিজের উদ্বোধনী সভায় লাইভে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে আমি আমার জীবনের ৩৬তম ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছি। যাকে দিয়ে আজ আমি এ ব্রিজ উদ্বোধন করাতে যাচ্ছি, তিনি কুষ্টিয়ার বিশিষ্ট শিল্পপতি বশির আহমেদ। তিনি তার এলাকায় কুষ্টিয়ায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এলাকার অনেক কাজ করেছেন। আমার মনে হয়েছে আমার মতো যারা কাজ করেন, তাদের মধ্যে তিনি সবার আগে। তাই আমি আজ উনাকে দিয়ে এ ব্রিজ উদ্বোধন করাতে উনাকে দাওয়াত করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান নারগিছ আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, স্থানীয় চেয়ারম্যান, চা বাগান নেতারা।
এর আগে শিল্পপতি বশির আহমেদ ও তার স্ত্রী নারগিছ আহমেদ হেলিকপ্টারযোগে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে অবতরণ করলে তাদের দেখতে উৎসুক জনতার ভিড় জমান। জনতার ভিড় সামলাতে মাঠে পুলিশ মোতায়েন ছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১০০টি ব্রিজ করে পৃথিবী থেকে বিদায় নিতে চান ব্যারিস্টার সুমন
অন্তত ১০০টি ব্রিজ করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ইতোমধ্যে আমি আমার এলাকায় ৩৬টি বাঁশ-কাঠের ব্রিজ করেছি।
ব্যারিস্টার সাইদুল হক সুমন শুক্রবার দুপুরে রামগঙ্গা চা বাগানে একটি ছড়ার ওপর তার ৩৬তম ব্রিজের উদ্বোধনী সভায় লাইভে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে আমি আমার জীবনের ৩৬তম ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছি। যাকে দিয়ে আজ আমি এ ব্রিজ উদ্বোধন করাতে যাচ্ছি, তিনি কুষ্টিয়ার বিশিষ্ট শিল্পপতি বশির আহমেদ। তিনি তার এলাকায় কুষ্টিয়ায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এলাকার অনেক কাজ করেছেন। আমার মনে হয়েছে আমার মতো যারা কাজ করেন, তাদের মধ্যে তিনি সবার আগে। তাই আমি আজ উনাকে দিয়ে এ ব্রিজ উদ্বোধন করাতে উনাকে দাওয়াত করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান নারগিছ আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, স্থানীয় চেয়ারম্যান, চা বাগান নেতারা।
এর আগে শিল্পপতি বশির আহমেদ ও তার স্ত্রী নারগিছ আহমেদ হেলিকপ্টারযোগে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে অবতরণ করলে তাদের দেখতে উৎসুক জনতার ভিড় জমান। জনতার ভিড় সামলাতে মাঠে পুলিশ মোতায়েন ছিল।