শান্তিচুক্তি বাস্তবায়নে মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে গ্রামে প্রশাসন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ২০:৪৪:৪৪ | অনলাইন সংস্করণ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নে দুই দিনব্যাপী কাউন্সেলিং শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে শুরু হয় এ কাউন্সেলিং। এতে দুই দলের শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন।
এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সিদলাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাউন্সেলিং করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়েশা সিদ্দিকা।
এ সময় উপস্থিত ছিলেন- সিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু প্রমুখ।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, দীর্ঘমেয়াদি দলপ্রথার মূল সমাধান হলো দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের মন-মানসিকতার পরিবর্তন। সেই পরিবর্তনের উদ্দেশ্যে একটি ছোট্ট পদক্ষেপ এ মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সেলিং।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ শিক্ষক দিয়ে দুই দিনব্যাপী কাউন্সেলিং শুরু হয়েছে। এতে সিদলাই গ্রামের বড় দল ও ছোট দলের দলভুক্ত ১০০ জনকে নিয়ে চারটি সেশন পরিচালনা করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শান্তিচুক্তি বাস্তবায়নে মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে গ্রামে প্রশাসন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নে দুই দিনব্যাপী কাউন্সেলিং শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে শুরু হয় এ কাউন্সেলিং। এতে দুই দলের শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন।
এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সিদলাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাউন্সেলিং করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়েশা সিদ্দিকা।
এ সময় উপস্থিত ছিলেন- সিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু প্রমুখ।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, দীর্ঘমেয়াদি দলপ্রথার মূল সমাধান হলো দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের মন-মানসিকতার পরিবর্তন। সেই পরিবর্তনের উদ্দেশ্যে একটি ছোট্ট পদক্ষেপ এ মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সেলিং।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ শিক্ষক দিয়ে দুই দিনব্যাপী কাউন্সেলিং শুরু হয়েছে। এতে সিদলাই গ্রামের বড় দল ও ছোট দলের দলভুক্ত ১০০ জনকে নিয়ে চারটি সেশন পরিচালনা করা হবে।