নাসিকে পুনরায় ভোটের আবেদন পরাজিত কাউন্সিলর প্রার্থীর
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৯:১৪:৪১ | অনলাইন সংস্করণ
নাসিক নির্বাচনে ২৩নং ওয়ার্ডের একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন একজনকাউন্সিলর প্রার্থী।বৃহস্পতিবার ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সদ্য অনুষ্ঠিত নাসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, নির্বাচনে লাটিম প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৬ জানুয়ারি ভোট চলাকালে ২৩নং ওয়ার্ডের সরকারি কদমরসুল কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটার উপস্থিত হন। কিন্তু ফিঙ্গার প্রিন্ট না মেলায় তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়। ভোটার আইডি কার্ড প্রদর্শন করেও তারা ভোট দিতে পারেননি। আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, নির্বাচন সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের আগেই ভোটদান প্রক্রিয়া শেষ করে কেন্দ্র বন্ধ করে দেন।
২৩নং ওয়ার্ডে আবুল কাউসার আশা বিজয়ী হন। সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
রিটার্নি কমিশনার মাহফুজা আক্তার আবেদন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আবেদন পেয়েছি। এটা নির্বাচনে কমিশনে পাঠিয়ে দিব, তারা সিদ্ধান্ত দিবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাসিকে পুনরায় ভোটের আবেদন পরাজিত কাউন্সিলর প্রার্থীর
নাসিক নির্বাচনে ২৩নং ওয়ার্ডের একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন একজন কাউন্সিলর প্রার্থী। বৃহস্পতিবার ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সদ্য অনুষ্ঠিত নাসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, নির্বাচনে লাটিম প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৬ জানুয়ারি ভোট চলাকালে ২৩নং ওয়ার্ডের সরকারি কদমরসুল কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটার উপস্থিত হন। কিন্তু ফিঙ্গার প্রিন্ট না মেলায় তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়। ভোটার আইডি কার্ড প্রদর্শন করেও তারা ভোট দিতে পারেননি। আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, নির্বাচন সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের আগেই ভোটদান প্রক্রিয়া শেষ করে কেন্দ্র বন্ধ করে দেন।
২৩নং ওয়ার্ডে আবুল কাউসার আশা বিজয়ী হন। সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
রিটার্নি কমিশনার মাহফুজা আক্তার আবেদন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আবেদন পেয়েছি। এটা নির্বাচনে কমিশনে পাঠিয়ে দিব, তারা সিদ্ধান্ত দিবে।