বেড়েছে তাপমাত্রা, হিলিতে বৃষ্টির সম্ভাবনা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ০৯:০৩:২০ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলো গত দুদিন ধরে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে শীতের প্রকোপ, হতে পারে বৃষ্টি।
তবে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আকাশে মেঘ জমে আছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কৃষকরা জানান, গত দুদিন থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শীত তেমনটা নেই; যার জন্য জমিতে কাজ করতে এসেছি। কিছু দিন পর বোরো ধান রোপণ করতে হবে, চারাগুলোতে শিশির জমেছে সেগুলো পরিষ্কার করছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এ ছাড়া সৈয়দপুর ১২ দশমিক ৮; তেঁতুলিয়া ১৩ দশমিক ২; রংপুর ১৩ দশমিক ৪; ডিমলা ১৩ দশমিক ৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১২; নওগাঁ ১৩; রাজশাহী ১৩ দশমিক ৭; চুয়াডাঙ্গা ১৩ দশমিক ৫।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মোংলা (বাগেরহাটে) হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেড়েছে তাপমাত্রা, হিলিতে বৃষ্টির সম্ভাবনা
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলো গত দুদিন ধরে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে শীতের প্রকোপ, হতে পারে বৃষ্টি।
তবে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আকাশে মেঘ জমে আছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কৃষকরা জানান, গত দুদিন থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শীত তেমনটা নেই; যার জন্য জমিতে কাজ করতে এসেছি। কিছু দিন পর বোরো ধান রোপণ করতে হবে, চারাগুলোতে শিশির জমেছে সেগুলো পরিষ্কার করছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এ ছাড়া সৈয়দপুর ১২ দশমিক ৮; তেঁতুলিয়া ১৩ দশমিক ২; রংপুর ১৩ দশমিক ৪; ডিমলা ১৩ দশমিক ৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১২; নওগাঁ ১৩; রাজশাহী ১৩ দশমিক ৭; চুয়াডাঙ্গা ১৩ দশমিক ৫।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মোংলা (বাগেরহাটে) হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।