হত্যা মামলার আসামি রয়েল ইয়াবাসহ গ্রেফতার

 নোয়াখালী প্রতিনিধি 
২৩ জানুয়ারি ২০২২, ১১:১৭ এএম  |  অনলাইন সংস্করণ
গ্রেফতার
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা, অস্ত্রসহ চার মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল করিম রয়েল (৩০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের ছায়েধন ভূঁইয়াবাড়ির রেজাউল হক ধনু মিয়ার ছেলে।
 
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ আসামি রয়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে দুটি, হত্যা মামলা একটি ও অন্যান্য আইনে একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।

রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন