বসতবাড়িতে ভয়াবহ আগুন, বৃদ্ধা দগ্ধ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৫:০২:২৯ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন মানসিক প্রতিবন্ধী জেলেমন (৭২)।
রোববার ভোরে ভূঞাপুর পৌরসভার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ বৃদ্ধা জেলেমন পৌরসভার ফসলান্দি এলাকার মৃত শুকুর আলীর স্ত্রী।
উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জিন্নাহ জানান, রাতে আগুনের প্রচণ্ডতাপে ঘুম ভেঙে যায়। পরে দেখি মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে বাসার ছয়টি কক্ষে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে বাসার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় ঘরে থাকা এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে আগুনে ওই বাসার ছয়টি কক্ষের আসবাবপত্র, নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া আগুনে এক নারী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বসতবাড়িতে ভয়াবহ আগুন, বৃদ্ধা দগ্ধ
টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন মানসিক প্রতিবন্ধী জেলেমন (৭২)।
রোববার ভোরে ভূঞাপুর পৌরসভার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ বৃদ্ধা জেলেমন পৌরসভার ফসলান্দি এলাকার মৃত শুকুর আলীর স্ত্রী।
উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জিন্নাহ জানান, রাতে আগুনের প্রচণ্ডতাপে ঘুম ভেঙে যায়। পরে দেখি মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে বাসার ছয়টি কক্ষে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে বাসার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় ঘরে থাকা এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে আগুনে ওই বাসার ছয়টি কক্ষের আসবাবপত্র, নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া আগুনে এক নারী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।