গোপাল কৃষ্ণ হত্যা: যাবজ্জীবন দণ্ডিত আসামি দেড় যুগ পর গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
২৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৪:৫৫ | অনলাইন সংস্করণ
দেড় যুগেরও বেশি সময় আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন র্যাব ৭-এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
তিনি বলেন, ২০০৩ সালে এ মামলার রায় ঘোষণার পর পালিয়ে দুবাই গিয়েছিল মহিউদ্দিন। প্রায় ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে আসেন।
মাহফুজুর রহমান জানান, রোববার রাতের ফ্লাইটে মহিউদ্দিনের দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। সে জন্য শনিবার সে কোভিড টেস্টের নমুনাও দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে ২০০১ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম নগরীর জামাল খান রোডে বাসায় ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী সেদিনই চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোপাল কৃষ্ণ হত্যা: যাবজ্জীবন দণ্ডিত আসামি দেড় যুগ পর গ্রেফতার
দেড় যুগেরও বেশি সময় আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন র্যাব ৭-এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
তিনি বলেন, ২০০৩ সালে এ মামলার রায় ঘোষণার পর পালিয়ে দুবাই গিয়েছিল মহিউদ্দিন। প্রায় ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে আসেন।
মাহফুজুর রহমান জানান, রোববার রাতের ফ্লাইটে মহিউদ্দিনের দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। সে জন্য শনিবার সে কোভিড টেস্টের নমুনাও দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে ২০০১ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম নগরীর জামাল খান রোডে বাসায় ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী সেদিনই চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।