রাজবাড়ীতে বাড়ছে কোভিড রোগী, একদিন আক্রান্ত ৪২
রাজবাড়ী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৮:১৪:০৬ | অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে আবারো বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচটি উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন।
রোববার বিকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনি ও রোববার মোট ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২৪ জন। বালিয়াকান্দিতে কেউ শনাক্ত হয়নি। এছাড়া পাংশায় ৯ জন, গোয়ালন্দে ৭ ও কালুখালীতে দুজন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ১০ হাজার ৬৭৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৩১৫ জন, পাংশাতে দুই হাজার ৬২৭, কালুখালীতে ৭৯৩, বালিয়াকান্দিতে ৭৯৭ এবং গোয়ালন্দ উপজেলায় এক হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় পাঁচ হাজার ২০৮ জন, পাংশায় দুই হাজার ৫৯৩, কালুখালীতে ৭৮৬, বালিয়াকান্দিতে ৭৯১ এবং গোয়ালন্দে এক হাজার ১২৪ জন সুস্থ হয়েছেন।
করোনায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪১ জন, পাংশায় ২০, কালুখালীতে পাঁচ, বালিয়াকান্দিতে তিন এবং গোয়ালন্দে তিনজন মারা গেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজবাড়ীতে বাড়ছে কোভিড রোগী, একদিন আক্রান্ত ৪২
রাজবাড়ীতে আবারো বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচটি উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন।
রোববার বিকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনি ও রোববার মোট ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২৪ জন। বালিয়াকান্দিতে কেউ শনাক্ত হয়নি। এছাড়া পাংশায় ৯ জন, গোয়ালন্দে ৭ ও কালুখালীতে দুজন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ১০ হাজার ৬৭৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৩১৫ জন, পাংশাতে দুই হাজার ৬২৭, কালুখালীতে ৭৯৩, বালিয়াকান্দিতে ৭৯৭ এবং গোয়ালন্দ উপজেলায় এক হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় পাঁচ হাজার ২০৮ জন, পাংশায় দুই হাজার ৫৯৩, কালুখালীতে ৭৮৬, বালিয়াকান্দিতে ৭৯১ এবং গোয়ালন্দে এক হাজার ১২৪ জন সুস্থ হয়েছেন।
করোনায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪১ জন, পাংশায় ২০, কালুখালীতে পাঁচ, বালিয়াকান্দিতে তিন এবং গোয়ালন্দে তিনজন মারা গেছেন।