প্রেম কাহিনীর বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলে হচ্ছে পর্যটন কেন্দ্র
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৮:১৯:২০ | অনলাইন সংস্করণ
মুঘল আমলের স্বাধীন ভূঁইয়া ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সঙ্গে বীরাঙ্গনা সখিনার প্রেম কাহিনীর ঐতিহাসিক স্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামে বীরাঙ্গনা সখিনার সমাধিস্থল পরিদর্শন ও কবর জিয়ারত করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার পরিদর্শন শেষে তিনি বলেন, মুঘল আমলের ঐতিহাসিক ঘটনাবহুল বীরাঙ্গনা সখিনার প্রেম কাহিনীকে বিশ্ব-সংস্কৃতিতে তুলে ধরতে যা করতে হয় সেই উদ্যোগ নেওয়া হবে। এখানে পর্যটন কেন্দ্র ও দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে মেগা প্রকল্প নেওয়া হবে। আগামী ৭ দিনের মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের একটি টিম এ স্থান পরিদর্শনে আসবেন।
তিনি আরও বলেন, বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলে বৃক্ষপ্রেমিকদের জন্য আরেক অমূল্য সম্পদ কুন্দুকুসুম গাছ। এ গাছ আমি এর আগে কোথাও দেখেনি। তার সৌন্দর্য প্রকৃতির পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার জন্য সংরক্ষণ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম জানান, ২৫ বছর আগে এ স্থানটিকে প্রত্যঙ্গরই হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে বীরাঙ্গনা সখিনার কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন সময়ের পর্যটন প্রতিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সময় থেকেই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য একটি প্রকল্প ওই মন্ত্রণালয়ে রয়েছে।
মাওহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফারাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুল কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মুক্তাগাছার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আরব আলী, ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, শেখ আল মুক্তাদির শাহীন, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রেম কাহিনীর বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলে হচ্ছে পর্যটন কেন্দ্র
মুঘল আমলের স্বাধীন ভূঁইয়া ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সঙ্গে বীরাঙ্গনা সখিনার প্রেম কাহিনীর ঐতিহাসিক স্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামে বীরাঙ্গনা সখিনার সমাধিস্থল পরিদর্শন ও কবর জিয়ারত করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার পরিদর্শন শেষে তিনি বলেন, মুঘল আমলের ঐতিহাসিক ঘটনাবহুল বীরাঙ্গনা সখিনার প্রেম কাহিনীকে বিশ্ব-সংস্কৃতিতে তুলে ধরতে যা করতে হয় সেই উদ্যোগ নেওয়া হবে। এখানে পর্যটন কেন্দ্র ও দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে মেগা প্রকল্প নেওয়া হবে। আগামী ৭ দিনের মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের একটি টিম এ স্থান পরিদর্শনে আসবেন।
তিনি আরও বলেন, বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলে বৃক্ষপ্রেমিকদের জন্য আরেক অমূল্য সম্পদ কুন্দুকুসুম গাছ। এ গাছ আমি এর আগে কোথাও দেখেনি। তার সৌন্দর্য প্রকৃতির পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার জন্য সংরক্ষণ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম জানান, ২৫ বছর আগে এ স্থানটিকে প্রত্যঙ্গরই হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে বীরাঙ্গনা সখিনার কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন সময়ের পর্যটন প্রতিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সময় থেকেই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য একটি প্রকল্প ওই মন্ত্রণালয়ে রয়েছে।
মাওহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফারাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুল কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মুক্তাগাছার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আরব আলী, ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, শেখ আল মুক্তাদির শাহীন, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।