রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীরা
রাজশাহী ব্যুরো
২৩ জানুয়ারি ২০২২, ১৯:০১:৫৭ | অনলাইন সংস্করণ
রাজশাহীর রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন কিছু পরীক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো শেষ করার দাবিতে তারা রোববার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দেন। এ দাবিতে তারা সেখানে মানববন্ধনও করেন।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা থেমে গেছে।
পরীক্ষাগুলো শেষ করার দাবিতে শনিবার বিক্ষোভ-সমাবেশ করে শিক্ষার্থীরা প্রতীকী পরীক্ষা দেওয়ার ঘোষণা দেন রাজশাহীর শিক্ষার্থীরা। সে অনুযায়ী রোববার সকালে তারা খাতা-কলম নিয়ে বসে পড়েন রাস্তায়।
কর্মসূচিতে অংশ নেন রাজশাহী কলেজসহ শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন তাদের পরীক্ষা হয়নি। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পরীক্ষা শুরুর পরই বন্ধ হয়ে গেছে। এতে তারা আবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়ে এগুলো শেষ করতে চান।
মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা শেষে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী কলেজের বাংলা বিভাগের পরীক্ষার্থী শফিকুল ইসলাম, আব্দুর রহিম, বুলবুল আহম্মেদ, হিসাববিজ্ঞান বিভাগের রেবেকা বালা, একই বিভাগের মো. জাকারিয়া, আব্দুল হাদি প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীরা
রাজশাহীর রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দিলেন কিছু পরীক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো শেষ করার দাবিতে তারা রোববার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দেন। এ দাবিতে তারা সেখানে মানববন্ধনও করেন।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা থেমে গেছে।
পরীক্ষাগুলো শেষ করার দাবিতে শনিবার বিক্ষোভ-সমাবেশ করে শিক্ষার্থীরা প্রতীকী পরীক্ষা দেওয়ার ঘোষণা দেন রাজশাহীর শিক্ষার্থীরা। সে অনুযায়ী রোববার সকালে তারা খাতা-কলম নিয়ে বসে পড়েন রাস্তায়।
কর্মসূচিতে অংশ নেন রাজশাহী কলেজসহ শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন তাদের পরীক্ষা হয়নি। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পরীক্ষা শুরুর পরই বন্ধ হয়ে গেছে। এতে তারা আবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়ে এগুলো শেষ করতে চান।
মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা শেষে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী কলেজের বাংলা বিভাগের পরীক্ষার্থী শফিকুল ইসলাম, আব্দুর রহিম, বুলবুল আহম্মেদ, হিসাববিজ্ঞান বিভাগের রেবেকা বালা, একই বিভাগের মো. জাকারিয়া, আব্দুল হাদি প্রমুখ।