শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ২১:৫০:৪৮ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার মদনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মদনগুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই গ্রামের অভিযুক্ত আবুল মিয়া প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাবার গোয়াল ঘরে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে আবুল মিয়া পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মদন থানায় অভিযোগ দায়ের করেন। এরপর আবুল মিয়াকে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মিয়া নামে এক কৃষককে আটক করা হয়েছে। তার নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার তাকে নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
নেত্রকোনার মদনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মদনগুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই গ্রামের অভিযুক্ত আবুল মিয়া প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাবার গোয়াল ঘরে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে আবুল মিয়া পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মদন থানায় অভিযোগ দায়ের করেন। এরপর আবুল মিয়াকে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মিয়া নামে এক কৃষককে আটক করা হয়েছে। তার নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার তাকে নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হবে।