পিকআপচাপায় প্রাণ গেল শিশুর
jugantor
পিকআপচাপায় প্রাণ গেল শিশুর

  চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি  

২৩ জানুয়ারি ২০২২, ২২:০৬:১৯  |  অনলাইন সংস্করণ

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় পিকআপচাপায় নুরজাহান আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

রোববার বিকালে উপজেলার মাধাইয়া-মহিচাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরজাহান আক্তার ওই গ্রামের এমরান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়ালেখা করত।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, সড়ক পার হওয়ার সময় মহিচাইল থেকে ছেড়ে আসা মাধাইয়ামুখী একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় নুরজাহান। ঘটনার পর পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়।

মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

পিকআপচাপায় প্রাণ গেল শিশুর

 চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি 
২৩ জানুয়ারি ২০২২, ১০:০৬ পিএম  |  অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় পিকআপচাপায় নুরজাহান আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। 

রোববার বিকালে উপজেলার মাধাইয়া-মহিচাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নুরজাহান আক্তার ওই গ্রামের এমরান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়ালেখা করত। 

প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, সড়ক পার হওয়ার সময় মহিচাইল থেকে ছেড়ে আসা মাধাইয়ামুখী একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় নুরজাহান। ঘটনার পর পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়। 

মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন