সাতকানিয়ায় নৌকা সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ০০:২৮:৫০ | অনলাইন সংস্করণ
সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার প্রতীক বরাদ্দের দিনে উপজেলা চত্বরের বিআরডিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ও তার ভাই শাহজাহান চৌধুরীসহ আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
আহত অন্যরা হলেন- মো. ফারুক, মো. এমরান, আবুল হোসেন, শহিদুল ইসলাম ও মো. জিমান। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থীর ভাই শাহজাহান চৌধুরী ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, রোববার প্রতীক বরাদ্দ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে যাওয়ার পথে উপজেলা বিআরডিবি অফিসের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকে নৌকার প্রার্থীর সমর্থকরা। সেখানে পৌঁছামাত্র তার ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গেলে তাদের বেশ কয়েকজন সমর্থককেও মারধর করে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করে নেয় নৌকার প্রার্থীর সমর্থকরা।
সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতকানিয়ায় নৌকা সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ
সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার প্রতীক বরাদ্দের দিনে উপজেলা চত্বরের বিআরডিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ও তার ভাই শাহজাহান চৌধুরীসহ আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
আহত অন্যরা হলেন- মো. ফারুক, মো. এমরান, আবুল হোসেন, শহিদুল ইসলাম ও মো. জিমান। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থীর ভাই শাহজাহান চৌধুরী ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, রোববার প্রতীক বরাদ্দ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে যাওয়ার পথে উপজেলা বিআরডিবি অফিসের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকে নৌকার প্রার্থীর সমর্থকরা। সেখানে পৌঁছামাত্র তার ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গেলে তাদের বেশ কয়েকজন সমর্থককেও মারধর করে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করে নেয় নৌকার প্রার্থীর সমর্থকরা।
সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।