২৯ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ পেলেন শাবি ভিসি
অবশেষে কর্মচারিদের সহায়তায় বিদ্যুৎ সংযোগ পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কারণ, উপাচার্যের বাসভবনের পার্শ্ববর্তী অর্ধশতাধিক কর্মচারিদের বাসা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের অনুরোধে তারা এই সংযোগ দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী মোহামিনুল বাশার রাজ।
তিনি জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মচারিদের বাসা রয়েছে। ওখানে তাদের অনেকেই অসুস্থ রয়েছে। বিষয়টি আমাদের জানিয়ে কর্মচারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুরোধ করেন। মানবিক বিষয়টি বিবেচনায় আমরা সংযোগটি চাল করে দিয়েছি।
উপাচার্যের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ যুগান্তরকে বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংযোগ বিচ্ছিন্ন করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২৯ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ পেলেন শাবি ভিসি
অবশেষে কর্মচারিদের সহায়তায় বিদ্যুৎ সংযোগ পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কারণ, উপাচার্যের বাসভবনের পার্শ্ববর্তী অর্ধশতাধিক কর্মচারিদের বাসা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের অনুরোধে তারা এই সংযোগ দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী মোহামিনুল বাশার রাজ।
তিনি জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মচারিদের বাসা রয়েছে। ওখানে তাদের অনেকেই অসুস্থ রয়েছে। বিষয়টি আমাদের জানিয়ে কর্মচারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুরোধ করেন। মানবিক বিষয়টি বিবেচনায় আমরা সংযোগটি চাল করে দিয়েছি।
উপাচার্যের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ যুগান্তরকে বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংযোগ বিচ্ছিন্ন করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।