ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৩:০৩ | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের ছাতক শিল্পনগরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে এ কর্মকর্তা নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন।
সোমবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে নমুনার ফল পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বর্তমানে তিনি তার নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি সবার কাছে দোয়া চেয়ে সব শ্রেণির মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন।
তার রোগ মুক্তির কামনা করেছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহসম্পাদক আমিনুল ইসলাম হিরণ ও সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজাসহ ক্লাবের নেতারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত
সুনামগঞ্জের ছাতক শিল্পনগরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে এ কর্মকর্তা নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন।
সোমবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে নমুনার ফল পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বর্তমানে তিনি তার নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি সবার কাছে দোয়া চেয়ে সব শ্রেণির মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন।
তার রোগ মুক্তির কামনা করেছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহসম্পাদক আমিনুল ইসলাম হিরণ ও সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজাসহ ক্লাবের নেতারা।