সাংবাদিক কিরণ সাহার মৃত্যুবার্ষিকী পালিত
দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক কিরণ সাহা কচির অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর অফিসে দৈনিক যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণ সভা ও শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
স্বজন সমাবেশের সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেইউজে সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন প্রয়াত কিরণ সাহা কচি। তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি নির্লোভ ও সততার সঙ্গে সাংবাদিকতার পেশাকে উজ্জ্বল করেছেন। একজন সফল সাংবাদিক হিসেবে যেমন তিনি সমাদৃত ছিলেন, তেমনি সাংবাদিক নেতা হিসেবেও অধিকার আদায়ের আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি সচেতন সাংস্কৃতিক কর্মী ছিলেন। ছোটগল্প ও ছড়া লেখালেখিতেও পাঠক সমাদৃত ছিলেন। কর্মের মধ্যেই চিরদিন মানুষের মনে জাগরুক হয়ে থাকবেন কিরণ সাহা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি প্রণব দাস ও যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক তবিবর রহমান, দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, ব্যুরো ফটোগ্রাফার হাসফিকুর রহমান পরাগ প্রমুখ।
আলোচনা সভার আগে প্রয়াত কিরণ সাহা কচির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
২০১৪ সালের ২৫ জানুয়ারি যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। ওই রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিরণ সাহা যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেস ক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাংবাদিক কিরণ সাহার মৃত্যুবার্ষিকী পালিত
দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক কিরণ সাহা কচির অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর অফিসে দৈনিক যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণ সভা ও শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
স্বজন সমাবেশের সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেইউজে সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন প্রয়াত কিরণ সাহা কচি। তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি নির্লোভ ও সততার সঙ্গে সাংবাদিকতার পেশাকে উজ্জ্বল করেছেন। একজন সফল সাংবাদিক হিসেবে যেমন তিনি সমাদৃত ছিলেন, তেমনি সাংবাদিক নেতা হিসেবেও অধিকার আদায়ের আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি সচেতন সাংস্কৃতিক কর্মী ছিলেন। ছোটগল্প ও ছড়া লেখালেখিতেও পাঠক সমাদৃত ছিলেন। কর্মের মধ্যেই চিরদিন মানুষের মনে জাগরুক হয়ে থাকবেন কিরণ সাহা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি প্রণব দাস ও যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক তবিবর রহমান, দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, ব্যুরো ফটোগ্রাফার হাসফিকুর রহমান পরাগ প্রমুখ।
আলোচনা সভার আগে প্রয়াত কিরণ সাহা কচির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
২০১৪ সালের ২৫ জানুয়ারি যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। ওই রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিরণ সাহা যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেস ক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।