কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার তিন ছাত্রীসহ আহত ৪
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ২৩:০১:০৫ | অনলাইন সংস্করণ
গাজীপুর সদর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার তিন ছাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে ৪টার দিকে বাঘের বাজার গোল্ডেন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, আমরা একশ শিক্ষার্থী হাজী মিনন্নত আলী মহিলা মাদ্রাসা থেকে শিরিরচালা জামি'আ ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রাসায় করোনার টিকা নিতে গিয়েছিলাম। করোনার টিকা নিয়ে ফেরার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওপর ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলো- হাজী মিনন্নত আলী মহিলা মাদ্রাসার
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া, সুমাইয়া, ও তাসনিয়াসহ অজ্ঞাত একজন।
মাওনা থানার ওসি কামাল হোসেন জানান, আহত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার তিন ছাত্রীসহ আহত ৪
গাজীপুর সদর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার তিন ছাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে ৪টার দিকে বাঘের বাজার গোল্ডেন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, আমরা একশ শিক্ষার্থী হাজী মিনন্নত আলী মহিলা মাদ্রাসা থেকে শিরিরচালা জামি'আ ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রাসায় করোনার টিকা নিতে গিয়েছিলাম। করোনার টিকা নিয়ে ফেরার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওপর ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলো- হাজী মিনন্নত আলী মহিলা মাদ্রাসার
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া, সুমাইয়া, ও তাসনিয়াসহ অজ্ঞাত একজন।
মাওনা থানার ওসি কামাল হোসেন জানান, আহত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।