এক আইড়ের দাম ৮ হাজার টাকা
রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ছয় কেজি ওজনের একটি আইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে আট হাজার ৪০০ টাকায়।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার এক জেলের হাতে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, স্থানীয় এক জেলে পদ্মা নদী থেকে মাছটি ধরে বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে যান। বেলা ১১টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেলের কাছে নিলে তিনি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে আইড় মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. সোহেল বলেন, সকালে জেলের কাছ থেকে আইড় মাছটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছি। এখন ৫০ টাকা কেজিতে লাভ রেখে এক হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে বর্তমানে পদ্মা নদীতে আইড় মাছটি বেশি দেখা যাচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এক আইড়ের দাম ৮ হাজার টাকা
রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ছয় কেজি ওজনের একটি আইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে আট হাজার ৪০০ টাকায়।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার এক জেলের হাতে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, স্থানীয় এক জেলে পদ্মা নদী থেকে মাছটি ধরে বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে যান। বেলা ১১টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেলের কাছে নিলে তিনি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে আইড় মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. সোহেল বলেন, সকালে জেলের কাছ থেকে আইড় মাছটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছি। এখন ৫০ টাকা কেজিতে লাভ রেখে এক হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে বর্তমানে পদ্মা নদীতে আইড় মাছটি বেশি দেখা যাচ্ছে বলে জানান তিনি।