জমি দখলের চেষ্টা, ‘এমপির ম্যানেজার’সহ ৪ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল ব্যুরো
২৭ জানুয়ারি ২০২২, ২০:৫৩:২৬ | অনলাইন সংস্করণ
জমি দখল চেষ্টার অভিযোগে বরিশাল (বানারীপাড়া-উজিরপুর)-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বানারীপাড়ার তেতলা গ্রামের রতন ঘরামী বাদী হয়ে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মো. জহিরউদ্দিন মামলাটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে- ১৫ দিন আগে বাড়িতে ডেকে নিয়ে ১৫ কাঠা জমি লিখে দিতে বললেও রতন ঘরামী কোনো জবাব না দিয়ে ওই দিন বাড়ি ফিরে আসেন। এরপর গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ১১টায় শাহে আলমের ম্যানেজার আল আমীনসহ আরও ৩ জন তার ঘরে এসে ধারালো অস্ত্রের মুখে জমি লিখে দেওয়ার জন্য হুমকি দেয়। এমনকি তাদের দেশছাড়া করারও ভয়ভীতি দেখায়।
পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করে। কিন্তু পরদিন গ্রেফতারকৃতদের ছেড়ে দেয় পুলিশ এবং এ ঘটনায় বাদী মামলা করতে গেলেও থানায় তা নেয়নি। এ অবস্থায় আতঙ্কিত হয়ে আদালতে মামলা করেন রতন ঘরামী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জমি দখলের চেষ্টা, ‘এমপির ম্যানেজার’সহ ৪ জনের বিরুদ্ধে মামলা
জমি দখল চেষ্টার অভিযোগে বরিশাল (বানারীপাড়া-উজিরপুর)-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বানারীপাড়ার তেতলা গ্রামের রতন ঘরামী বাদী হয়ে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মো. জহিরউদ্দিন মামলাটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে- ১৫ দিন আগে বাড়িতে ডেকে নিয়ে ১৫ কাঠা জমি লিখে দিতে বললেও রতন ঘরামী কোনো জবাব না দিয়ে ওই দিন বাড়ি ফিরে আসেন। এরপর গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ১১টায় শাহে আলমের ম্যানেজার আল আমীনসহ আরও ৩ জন তার ঘরে এসে ধারালো অস্ত্রের মুখে জমি লিখে দেওয়ার জন্য হুমকি দেয়। এমনকি তাদের দেশছাড়া করারও ভয়ভীতি দেখায়।
পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করে। কিন্তু পরদিন গ্রেফতারকৃতদের ছেড়ে দেয় পুলিশ এবং এ ঘটনায় বাদী মামলা করতে গেলেও থানায় তা নেয়নি। এ অবস্থায় আতঙ্কিত হয়ে আদালতে মামলা করেন রতন ঘরামী।