ভোলায় করোনায় একজনের মৃত্যু
jugantor
ভোলায় করোনায় একজনের মৃত্যু

  ভোলা প্রতিনিধি  

২৭ জানুয়ারি ২০২২, ২২:১৮:৪৪  |  অনলাইন সংস্করণ

ভোলায় করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আবু তাহের (৬৫) নামে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

নিহত আবু তাহেরের বাড়ি ভোলা সদরের ইলিশা ইউনিয়নে। তিন দিন আগে তাকে ভোলা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই ইউনিটে ভর্তি রয়েছে ২৩ জন। এছাড়া ৪৯ জনের আক্রান্তের রিপোর্ট রয়েছে। আরটিপিসিআর ল্যাবে ৪৬ জনের মধ্যে ২৯ জন আক্রান্ত। অপরটিকে রেপিড অ্যান্টিজেন্ট টেস্টে ২২ জন আক্রান্তের রিপোর্ট রয়েছে বলে সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান জানান।

ভোলায় করোনায় একজনের মৃত্যু

 ভোলা প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২২, ১০:১৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ভোলায় করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আবু তাহের (৬৫) নামে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

নিহত আবু তাহেরের বাড়ি ভোলা সদরের ইলিশা ইউনিয়নে। তিন দিন আগে তাকে ভোলা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই ইউনিটে ভর্তি রয়েছে ২৩ জন। এছাড়া ৪৯ জনের আক্রান্তের রিপোর্ট রয়েছে। আরটিপিসিআর ল্যাবে ৪৬ জনের মধ্যে ২৯ জন আক্রান্ত। অপরটিকে রেপিড অ্যান্টিজেন্ট টেস্টে ২২ জন আক্রান্তের রিপোর্ট রয়েছে বলে সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান জানান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন