নোয়াখালী আইনজীবী সমিতিতে আ.লীগের ভরাডুবি
নোয়াখালী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৪:৩৪:৫০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের কাছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১১টি পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ট্রেজারারসহ চারটি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের সাদা প্যানেল জয়লাভ করেছেন।
শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন ঘোষিত ফলে সভাপতি আবদুর রহিম (নীল) সিনিয়র সহসভাপতি শামছুউদ্দীন আহমেদ (নীল), সহসভাপতি মো. আলী হোসেন (নীল), সাধারণ সম্পাদক আযম খান (নীল), যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ বাবু (সাদা), সহসাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন দিদার (নীল), ট্রেজারার আরিফুল হক (সাদা), লাইব্রেরি ও প্রকাশনা জাকির হোসেন রহিম (নীল), ক্রীড়া ও সংস্কৃতি ওমর ফারুখ খালেদ (নীল), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক মীরন (নীল), সদস্য আবুল হাসান (নীল), ইদ্রিস মোল্লা (নীল), মিহির কান্তি মজুমদার (সাদা), মোহাম্মদ রেজাউল করিম মিয়াজি ( সাদা) বিজয় লাভ করেছেন।
বিজয়ীরা আগামী এক বছর নোয়াখালী জেলা আইনজীবী সমিতি পরিচালনা করবেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক নির্বাচনের ফল নিশ্চিত করে জানান, এবারের নির্বাচনে ৫৮১ ভোটারের মধ্যে ৫৫৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালী আইনজীবী সমিতিতে আ.লীগের ভরাডুবি
নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের কাছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১১টি পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ট্রেজারারসহ চারটি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের সাদা প্যানেল জয়লাভ করেছেন।
শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন ঘোষিত ফলে সভাপতি আবদুর রহিম (নীল) সিনিয়র সহসভাপতি শামছুউদ্দীন আহমেদ (নীল), সহসভাপতি মো. আলী হোসেন (নীল), সাধারণ সম্পাদক আযম খান (নীল), যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ বাবু (সাদা), সহসাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন দিদার (নীল), ট্রেজারার আরিফুল হক (সাদা), লাইব্রেরি ও প্রকাশনা জাকির হোসেন রহিম (নীল), ক্রীড়া ও সংস্কৃতি ওমর ফারুখ খালেদ (নীল), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক মীরন (নীল), সদস্য আবুল হাসান (নীল), ইদ্রিস মোল্লা (নীল), মিহির কান্তি মজুমদার (সাদা), মোহাম্মদ রেজাউল করিম মিয়াজি ( সাদা) বিজয় লাভ করেছেন।
বিজয়ীরা আগামী এক বছর নোয়াখালী জেলা আইনজীবী সমিতি পরিচালনা করবেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক নির্বাচনের ফল নিশ্চিত করে জানান, এবারের নির্বাচনে ৫৮১ ভোটারের মধ্যে ৫৫৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।